শেষ দুই বলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জয়ের জন্য দরকার ১৪ রান। মার্কাস স্টোইনিস প্রথমে চার ও শেষ বলে ছক্কা হাঁকালেন।
রাজস্থানের জয় সহজ করে দেন যুজভেন্দ্র চাহাল। এই স্পিনার লক্ষ্ণৌর শেষ চারটি মূলবান উইকেট তুলে নেন।
রোববার আইপিএলের ২০তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানে শেষ হয় লক্ষ্ণৌর ইনিংস।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন কুইন্টন ডি কক। তিনি ৩২ বলে ২টি চার ও একটি ছক্কায় এই ইনিংস সাজিয়ে চাহালের বলে আউট হন। তবে শেষ দিকে ঝড় তুলেও দলকে জেতাতে পারেননি স্টোইনিস। অজি এই তারকা ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন।
রাজস্থান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন চাহাল। দুটি উইকেট পান ট্রেন্ট বোল্ট।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ারের হাফসেঞ্চুরির ওপর ভর করে ১৬৫ রান সংগ্রহ করেন রাজস্থান। ক্যারিবিয়ান তারকা ৩৬ বলে ১টি চার ও ৬টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার দেবদূত পাড়িক্কাল।
লক্ষ্ণৌ বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান জেসন হোল্ডার ও কৃষ্ণাপ্পা গৌতম।
এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজস্থান। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে সমান পয়েন্ট নিয়ে পাঁচে লক্ষ্ণৌ।
বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এমএমএস