ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিসিবির কর্মীদের জন্য ঈদ উপহার পাঠালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, এপ্রিল ২৭, ২০২২
বিসিবির কর্মীদের জন্য ঈদ উপহার পাঠালেন সাকিব

সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মীদের একাংশের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। সাকিবের পাঠানো টাকা বিলি-বণ্টনে ব্যস্ত সময় কাটাচ্ছে বিসিবি।

বিসিবিতে কর্মরত অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী এবং মাঠকর্মীদের জন্য ১০ লক্ষ টাকার ঈদ উপহার পাঠিয়েছেন সাকিব। তিনি নিজেই বলে দিয়েছেন যেন সবার মধ্যে টাকাটা সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

প্রাতিষ্ঠানিকভাবে কাজটি করা সহজ বলেই হয়তো নিজে এসে সবার হাতে উপহার তুলে দেননি তিনি। সে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বিসিবির কাছে। সাকিবের পক্ষ থেকে এ রকম উপহার এবারই প্রথম হলেও উল্লিখিত কর্মীদের জন্য এটি নতুন নয়। এর আগেও নানা সময়ে তারকা ক্রিকেটারদের অনেকেই নিয়মিত ঈদ উপলক্ষে বড় অঙ্কের উপহার পাঠিয়ে এসেছেন তাঁদের জন্য।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।