ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজে যাবেন না হেরাথ, ভরসা সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ১২, ২০২২
ওয়েস্ট ইন্ডিজে যাবেন না হেরাথ, ভরসা সোহেল

শ্রীলঙ্কার অবস্থা বেশ সংকটাপন্ন। এমন পরিস্থিতিও বাংলাদেশে সিরিজ খেলতে এসেছেন দেশটির ক্রিকেটাররা।

টাইগারদের কোচিং স্টাফের সঙ্গে আছেন আরেক লঙ্কান রঙ্গনা হেরাথ। বাংলাদেশের স্পিন পরামর্শক এই সিরিজে থাকলেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না।

পরিবারের সঙ্গে থাকতে ছুটি চেয়েছেন হেরাথ, তার আবেদন ইতোমধ্যে বিসিবি মঞ্জুর করেছে বলেও নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র। তার অনুপস্থিতিতে উইন্ডিজ সফরে যাচ্ছেন দেশি কোচ সোহেল ইসলাম।

জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর ঘরের মাঠে সিরিজের আগে দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল হেরাথকে। পরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল। ৬ জুন দেশ ছাড়ার কথা রয়েছে তাদের। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

প্রাথমিক সূচি অনুযায়ী ১৬ জুন প্রথম টেস্ট শুরু হওয়ার কথা, দ্বিতীয়টি ২৪ জুন। ২, ৩ ও ৭ জুলাই হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আর সিরিজের তিনটি ওয়ানডে মাঠে গড়াবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ১২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।