ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সাকিবকে খেলানোর আগে ডমিঙ্গোর বিবেচনায় ‘অনেক কিছু’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৩, ২০২২
সাকিবকে খেলানোর আগে ডমিঙ্গোর বিবেচনায় ‘অনেক কিছু’

সাকিব আল হাসান খেলবেন কি না, বাংলাদেশের যেকোনো ম্যাচের আগে এটা এখন নিয়মিত জিজ্ঞাসা। এমনিতে তার পারফরম্যান্স নিয়ে কোনো সংশয় নেই।

কিন্তু নানা কারণেই তাকে নিয়মিত পাওয়া যায় না। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে করোনা আক্রান্ত হন দেশসেরা এই অলরাউন্ডার।  

চট্টগ্রামে রোববার প্রথম ম্যাচ শুরুর আগে ইতোমধ্যে সুস্থও হয়ে গেছেন তিনি। শোনা যাচ্ছে, ম্যাচটিতে মাঠেও নেমে যেতে পারেন সাকিব। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, তাকে খেলানোর আগে বিবেচনা করতে হবে অনেক কিছু।  

তিনি বলেছেন, ‘সরাসরি একটা টেস্ট ম্যাচে চলে আসার আগে ফিটনেসের দিক থেকে সে কোথায় আছে আমাদের দেখতে হবে। সে মাত্রই কোভিড থেকে সেরে উঠল আর খুব বেশি ক্রিকেটও খেলেনি। অবশ্যই সাকিব বড় খেলোয়াড়, দলে ভারসম্য আনে। কিন্তু আমাদের কাল দেখতে হবে সে কেমন আছে। গত দুই-তিন সপ্তাহ ধরে সাকিব ব্যাটিং বা বোলিং করেনি। এটা পাঁচদিনের ক্রিকেট। গরমের দিনে খেলা। এসব কিছুই বিবেচনা করতে হবে। ’  

ডমিঙ্গো আরও বলেছেন, ‘আমার করোনার অবস্থা খুব বাজে ছিল, তো এনার্জিটা এক না। আপনি সরাসরি খেলতে চলে যেতে পারবেন না। এটা ওয়ানডে বা টি-টোয়েন্টি না যেটাতে ছয় বা সাত ওভারেই হয়ে যায়। এটা পাঁচদিনের ম্যাচ। অবশ্যই আমরা চাই সে খেলুক, সে দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। ’

‘কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে সে সেরা পারফর্মটা আর তার ভূমিকাটা পালন করতে পারবে। দিনে অন্তত ১৫ ওভার, ব্যাটিংয়েও টপ ছয়ের মধ্যে খেলতে পারবে। যে কেউই পুরো ফিট সাকিবকে একাদশে দেখতে চাইবে। যদি সে ৫০-৬০ শতাংশ ফিট থাকে তাহলে খেলাটা কঠিন। ’

সাকিব না খেললে তার বিকল্প হবেন কে? এ নিয়েও কথা বলেছেন ডমিঙ্গো। সাকিবের খেলাটা দলে ভারসম্য আনেন। ব্যাটিং বা বোলিং দুই জায়গাতেই দলের ভরসা যোগান তিনি। সাকিবের বিকল্প হিসেবেও এমন একজনকেই পছন্দ ডমিঙ্গোর, ব্যাটিংয়ের সঙ্গে যিনি বোলিংটাও করতে পারবেন।  

এ নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমাদের এমন একজনকে বিবেচনা করতে হবে যে বল করতে পারবে। ইয়াসির বেশ কিছু ভালো ইনিংস খেলেছে আমাদের জন্য কিন্তু আমাদের এমন খুঁজতে হবে যে ১০-১৫ ওভার বল করতে পারবে। আমি নিশ্চিত না মুমিনুল সেটা করতে পারবে কি না। ’

‘শান্তও দিনে ৬-৭ ওভার করতে পারবে না। যে দলে এমন একজন থাকে যে ৬-৭ এ ব্যাটিংয়ের সঙ্গে দিনে ১০-১৫ ওভার বল করতে পারবে তারা বেশি ভারসম্যপূর্ণ। সাকিব না থাকলে আমাদের ওরকম কাউকে খুঁজে বের করতে হবে। যখন সে থাকে, ব্যাপারটা সহজ। কিন্তু সে আসলে নেই খুব বেশি। ’

বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, মে ১৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad