গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। সুপার টুয়েলভে উঠলেও এই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা।
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ দুই দেশ হিসেবে থাকবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। চট্টগ্রাম টেস্ট চলাকালীন সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস।
তিনি বলেছেন, ‘ইতোমধ্যে জেনে গেছেন, আমাদের কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬টার বেশি ম্যাচ আমরা খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে ওখানে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশি সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে। ’
‘এটা পরপর আমাদের হয়তো সাত আটদিন আমরা অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। খুব সম্ভবত হয়তো ক্রাইস্টচার্চে হবে। ওখানে একটা ত্রিদেশী সিরিজ হবে। এখনো ফাইনাল হয়নি, তবে খুব সম্ভবত পাকিস্তানে হবে। ’
বিগ ব্যাশের একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন জালাল, ‘অন্তত ৪টা ম্যাচ হবে ওখানে,এর আগে আমরা যখন অনুশীলন ম্যাচ খেলব, রেডব্যাকের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলব। রেডব্যাক ওদের বিগ ব্যাশের দল। ’
চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২৪ অক্টোবর সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
বাংলাদেশ সময় : ১৮৪২, মে ১৭, ২০২২
এমএইচবি