দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে করেছিল ইতিহাস।
দুই ম্যাচেই হেরেছে মুমিনুল হকের দল। কেবল হারই নয়- ব্যাটিংয়ে পড়তে হয় লজ্জায়ও। দুই টেস্টেরই দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৫৩ ও ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরেই আবারও নিজেদের খুঁজে পেয়েছেন ব্যাটাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখন অবধি ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল সেঞ্চুরি পেয়েছেন, হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আরও তিন ব্যাটার। দলের ব্যাটারদের জন্য এই আত্মবিশ্বাসটা জরুরি ছিল বলেই মনে করেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।
তিনি বলেছেন, ‘তামিম-জয় দুজনই গতকাল যে ভালোর শুরুটা করেছিল সেটা আজ পূর্ণতা দিয়েছে। তামিমের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তবে আরও রান করবে কোন সন্দেহ নেই। সব মিলিয়ে বলতে হয় আজ যা হয়েছে এটাই আমরা চেয়েছিলাম। ’
‘দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে আউট হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস ফেরানোটা জরুরি ছিল। আমাদের খুব বেশি কিছু নিয়ে কাজ করতে হয়নি। ছোট জায়গাগুলো নিয়ে কথা বলেছি। তবে যেটা সবচেয়ে জরুরি ছিল যে টেস্ট খেলার শৃঙ্খলাটা আনা। তা ব্যাটিং-বোলিং যাই হোক না কেন। সবাই এই টেস্টে এই শৃঙ্খলাটা দারুণ দেখাচ্ছে। ’
এখন বড় রানের স্বপ্নই যে দেখছে বাংলাদেশ। সেটা স্পষ্ট হয়েছে সিডন্সের কথাতেও, ‘এখনও লিটন আছে, সে দ্রুত ব্যাট করতে পারে। এছাড়া সাকিবও আছে আমরা জানি সে কি করতে পারি। তামিমও কাল নামবে। তো আমরা অবশ্যই ভালো কিছুর আশায় আছি। ’
বাংলাদেশ সময় : ১৯২৪, মে ১৭, ২০২২
এমএইচবি