টেস্টের বাকি আছে আর এক দিন। শ্রীলঙ্কার জন্যই বিপদটা বেশি।
এই ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কান পেসার রাজিথা। চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ আজ ও গতকাল খুব ভালো খেলেছে। আমাদের ভালো সুযোগ আছে কাল সারাদিন খেলার। ’
‘ব্যাটারদের জন্য উইকেট খুব ভালো ছিল। চতুর্থ দিনে এসে এখন কিছুটা টার্ন দেখা যাচ্ছে। আমার মনে হয় কালও ভালো টার্ন থাকবে। আমাদের ব্যাটাররা খুব ভালো। আমার মনে হয় আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারবো। ’
এই টেস্টে অবশ্য খেলারই কথা ছিল না রাজিথার, শুরুতে ছিলেন না একাদশেও। বিশ্ব ফার্নান্দো মাথায় আঘাত পান ব্যাটিংয়ের সময়। এরপর তার কনকাশন সাব হিসেবে মাঠে নামেন তিনি। নেমেই বাজিমাত করেছেন রাজিথা। নিয়েছেন চার উইকেট।
তার এমন বোলিংয়ের রহস্য কী? রাজিথা বলেছেন, ‘আমি নিজেও এই সুযোগ পেয়ে চমকে গেছি। এটা ব্যাটিং উইকেট ছিল। আমি শুধু স্বাভাবিক লাইন ও লেন্থ ধরে রেখেছি আর এটা কাজ করেছে। ’
বাংলাদেশ সময় : ২০৪৬, মে ১৮, ২২
এমএইচবি