ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিটন খুবই অন্তর্মুখী, অধিনায়কত্ব প্রসঙ্গে সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ১, ২০২২
লিটন খুবই অন্তর্মুখী, অধিনায়কত্ব প্রসঙ্গে সুজন

বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন- এ নিয়ে আলোচনার কমতি নেই। সাকিব আল হাসানের নামটাই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি।

তবে আলোচনায় আছেন উইকেটরক্ষক লিটন কুমার দাসও।

দারুণ ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটারকে অধিনায়ক হিসেবে চান অনেকে। তবে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, লিটন অন্তর্মুখী; অধিনায়ক হিসেবে তার এমন কাউকে পছন্দ না। যদিও লিটনের ক্রিকেট জ্ঞান নিয়ে সন্দেহ নেই তার।

বুধবার সাংবাদিকদের সুজন বলেছেন, ‘এখনই বলাটা তাড়াতাড়ি হয়ে যায়, লিটন খুবই অন্তর্মুখী একজন ক্রিকেটার সত্যি কথা বলতে গেলে। আমি সব সময় এক্সট্রোবার্ট পছন্দ করি। আমি বলব, লিটন বেশ পরিষ্কার মাথার একজন। ওর ক্রিকেট জ্ঞান খুবই ভালো। ’

‘যেটা বললাম যে, এটাতো আসলে এমন কাউকে দিতে হবে যে সামনে থেকে নেতৃত্ব দিবে। ব্যাট হাতে রান করাতো অবশ্যই (দরকার), মাঠের পারফরম্যান্স তো অবশ্যই লাগবে। সঙ্গে ড্রেসিং রুমের পরিবেশটা সামলানোও গুরুত্বপূর্ণ। দলের সংস্কৃতি উন্নতি করাটাও জরুরি। এ ক্ষেত্রে অধিনায়কের ভূমিকাটা অনেক বেশি থাকে। ’

অনেক দিন ধরেই কোনো ফরম্যাটেই সহ অধিনায়ক নেই। এবার টেস্টে লিটনের সহ অধিনায়ক হওয়ার জোর গুঞ্জন। তাতেই যেন সায় দিলেন সুজন। জানালেন, সব ফরম্যাটেই নেতৃত্ব তৈরি করতে চান তারা।

তিনি বলেছেন, ‘এটা নিয়ে অনেক ভাবি আমরা। এখন থেকে একটু একটু করে আমরা সেই পথেই হাঁটবো। ভাইস ক্যাপ্টেনের কথা চিন্তা করছি আমরা যে ছেলেগুলাকে বিল্ড আপ করতে হবে। এই ফিলটা তাদের ভেতর আনতে হবে যে তারা সিদ্ধান্ত নেয়ার একটা অংশ, টিম সিলেকশনসহ দলের অন্যান্য বিষয়ে তার মতামত থাকবে। দিন শেষে ক্যাপ্টেন, কোচই সব। কিন্তু আমি মনে করি সিদ্ধান্ত প্রণয়নে তারও ভূমিকা থাকবে। ’

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ০১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।