ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে থাকছেন না ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
টি-টোয়েন্টিতে থাকছেন না ডমিঙ্গো ছবি: শোয়েব মিথুন

গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল এশিয়া কাপে কোচ থাকবেন কে? নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়ার পর বিষয়টি আরও জোরালো হয়। অবশেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত।

আসন্ন বিশ্বকাপ অবধি টি-টোয়েন্টিতে থাকছেন না বর্তমান কোচ রাসেল ডমিঙ্গো। এই সময়ে তিনি ওয়ানডে ও টেস্ট নিয়ে পরিকল্পনা সাজাবেন। দেখতে চান ঘরোয়া লিগ ও ‘এ’ দলের খেলা। সোমবার (২২ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের এসব কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘আমি আপনাদের আগে জানিয়েছি, আমরা একজন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালটেন্ট নিয়েছি; তিনি শ্রীধরণ শ্রীরাম। তার সঙ্গে একটু বসা হলো। রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসা হয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ভালো আলোচনা হয়েছে। ’

‘এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, ডমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবেন। আপনারা সবাই জানেন, এফটিপির সূচি বেশ টাইট। খুব খারাপ অবস্থা। কারো পক্ষে এভাবে সফর করা সহজ নয়। ও কি করব না করবে সেসব নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহে। ’

পাপন আরও বলেছেন, ‘সে এনসিএল দেখতে চায়। এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে। আমাদের এ দলের যে খেলা আছে সেগুলো দেখতে চায়। আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় কারা আছে সেগুলো দেখতে চায়। যারা নাকি জাতীয় দলে নাই তাদের নিয়ে কাজ করবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।