ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে উন্নতি করবে বাংলাদেশ: ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে উন্নতি করবে বাংলাদেশ: ওয়াটসন

অন্য দুই ফরম্যাটে অনেক দেরিতে হলেও টি-টোয়েন্টিতে একদম শুরু থেকেই খেলে আসছে বাংলাদেশ। কিন্তু ক্রিকেটের নবীনতম এই ফরম্যাটের সঙ্গে এখনও খাপ খাওয়াতে পারেনি টাইগাররা।

যে কারণে নেতৃত্বেও বদল এসেছে বেশ কয়েকবার। কিন্তু ফলাফল তেমন একটা বদলায়নি।  

তবে এবার দলের সেরা তারকা সাকিব আল হাসানের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের কোটি সমর্থকদের আশা, বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে বদলে যাবে টি-টোয়েন্টি দল। এমনকি অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসনেরও বিশ্বাস, সাকিবে ভর করেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

'দ্য আইসিসি রিভিও' অনুষ্ঠানে সাকিবের ভূয়সী প্রশংসা করেন ওয়াটসন। তিন ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বগুণের কারণে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ভালো অবস্থানে নিয়ে যাবেন ৩৮৩ আন্তর্জাতিক ম্যাচে ১৩ হাজার বেশি রান ও ৬৩১ উইকেটের মালিক সাকিব, এমনটাই মত সাবেক অজি অলরাউন্ডারের।  

সাকিবকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া ঠিক হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ওয়াটসন বলেন, 'অবশ্যই! সাকিবের মতো কোয়ালিটি সম্পন্ন নেতা থাকা, আমার মতে এটা দলকে ফের শক্তি জোগাবে। তার অভিজ্ঞতা অনেক। আগেও অনেকবার বাংলাদেশ দলের নেতৃত্বে ছিল সে। তাছাড়া সে অনেক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে বিশেষ করে বিপিএলে নেতৃত্ব দিয়েছে। '

ওয়াটসনের বিশ্বাস, এ বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব সেরা ফর্মে ফিরবেন; যার প্রভাব পড়বে দলের ওপর। তিনি বলেন, 'চাপের মুখে সতীর্থদের জন্য তার (সাকিব) সিদ্ধান্ত গ্রহণ অমূল্য হতে যাচ্ছে। তার নিজেরও প্রমাণ করার আছে অনেককিছু। ' 

'এবং যখন বিশ্বমানের কোনো ক্রিকেটারের প্রমাণ করার কিছু থাকে এবং তার শরীরে সেই আগুনটা থাকে; তারা সাধারণত প্রভাব বিস্তার করে। আমি খুবই অবাক হবো যদি সে (সাকিব) এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রভাব বিস্তার করতে না পারে। '

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অলরাউন্ডার হিসেবে খেলেছেন ওয়াটসন। ফলে অলরাউন্ডারদের শরীরের ওপর কি ধরনের প্রভাব পড়ে তা ভালোভাবেই বুঝতে পারেন তিনি। আর তাই এত বছর ধরে সাকিবের সব অর্জন ওয়াটসনের চোখে অসাধারণ। তার ভাষায়, 'সাকিব যা করেছে তা অসাধারণ। এটা অনেক কঠিন। স্পিন অলরাউন্ডারদের ক্ষেত্রে- বাইরে থেকে দেখলে শরীরের ওপর কম প্রভাব পড়ে বলে মনে হতে পারে। কিন্তু সে (সাকিব) বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে প্রচুর বোলিং করে। এবং এরপর ব্যাটিং লাইনআপেও অন্যতম প্রধান ব্যক্তি সে। '

ওয়াটসনের মতে, সাকিবের মতো 'ক্যালিবার' খুব খেলোয়াড়েরই আছে। তিনি বলেন, 'তার মতো তিন ফরম্যাটেই খেলতে পারা অবশ্যই বিশেষ কিছু এবং এখনকার সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটসহ যে পরিমাণ খেলা হয়, সাকিবের মতো তিন ফরম্যাটেই খেলে যাওয়া এবং অমন সাফল্য পাওয়া বিরল ঘটনা হতে যাচ্ছে। ১৫ বছর ধরে ব্যাট হাতে তিন ফরম্যাট মিলিয়ে ৩০-এর বেশি গড় এবং বল হাতে ৩০-এর নিচে গড় ধরে রাখা অবশ্যই বিশেষ কিছু। '

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।