ঢাকা, বুধবার, ৪ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

ক্রিকেট

মালয়েশিয়ার মেয়েদের হারাল আরব আমিরাত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, অক্টোবর ৫, ২০২২
মালয়েশিয়ার মেয়েদের হারাল আরব আমিরাত

মালয়েশিয়ার জেতার জন্য এই ম্যাচটাই সবচেয়ে বড় সুযোগ ছিল। পারল না তারা।

কাছাকাছি গেলেও হারতে হলো। জয় পেল সংযুক্ত আরব আমিরাত।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে তাদের সামনে ৪ উইকেট হারিয়ে ৮৯ রানের লক্ষ্য দেয় মালয়েশিয়া। জবাব দিতে নেমে ৫ বল আগে জয় পায় আমিরাত।

মালয়েশিয়ার পক্ষে ৪ চারে ৫৩ বলে ৩৩ রান করেন উইনিফ্রেড দুরাইসাঙ্গাম। ২৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মাশ আলেশার ব্যাটে।  

জবাব দিতে নেমে সংযুক্ত আরব আমিরাতকে জয়ের বন্দরে পৌঁছে দেন তীর্থা সাতিশ। ৬০ বলে ৬২ রান করেন তিনি। ৩৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন ছায়া মোঘল।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।