ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ভারত-পাকিস্তানের সঙ্গে খেললে এনার্জি ৯০ থেকে ১০০ শতাংশ হয়ে যায়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
‘ভারত-পাকিস্তানের সঙ্গে খেললে এনার্জি ৯০ থেকে ১০০ শতাংশ হয়ে যায়’ ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: নারী এশিয়া কাপে বাংলাদেশ দিচ্ছে মিশ্র অনুভূতি। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছিল বড় ব্যবধানে।

পরের ম্যাচেই হারতে হয় পাকিস্তানের কাছে। এরপর আবার মালেশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এবারের প্রতিপক্ষ অবশ্য সবচেয়ে কঠিন।

শনিবার দুপুর দেড়টায় ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা। এই ম্যাচে নামার আগে শুক্রবার দুই ঘণ্টা অনুশীলন করেছে তারা। এরপর আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মুর্শিদা খাতুন জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের আগে আলাদা অনুভূতি থাকে তাদের।

ভারত ম্যাচের আগে ভিন্ন কোনো কিছু কাজ করে কি না জানতে চাইলে তিনি বলেছেন, ‘অবশ্যই। ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে। ’

‘দেখেন, ওরা তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে, অনেক ভালো ওরা। সম্প্রতি ইংল্যান্ডে খেলে আসলো। আমরাও মোটামুটি ভালো শেপে আছি ব্যাটার কয়েকজন। আমরা যদি নিজেদের প্রসেস অনুযায়ী খেলতে পারি, রোল অনুযায়ী খেলতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ’

শুধু ব্যাটিং না, সব বিভাগেই ভারত এগিয়ে বলে বিশ্বাস মুর্শিদা, ‘ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও সিমিলার কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।