ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা বদিউল আলম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, ডিসেম্বর ১, ২০২২
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা বদিউল আলম

চট্টগ্রাম: জাতীয় শুদ্ধাচার পুরস্কারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম।  

বৃহস্পতিবার(১ ডিসেম্বর) বিকেলের দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এ বছর বিভিন্ন গ্রেডে জেলা ও উপজেলা পর্যায়ে ৬ জনকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহদাত হোসেন।
এছাড়াও ১১ জনকে কাজের স্বীকৃতি স্বরূপ 'বিশেষ পুরষ্কার' সম্মাননা প্রদান করা হয়।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।  

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান পুরস্কারপ্রাপ্ত সকল কর্মকর্তা- কর্মচারীদেরকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অফিসের সকল কাজ সম্পন্ন করা, সুন্দর ব্যবহার ও কাজের মানসিকতা দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১,২০২২

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।