ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি।  

মঙ্গলবার (৩ জানুয়ারি) নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি আলহাজ আলী আব্বাস।  

বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন মো. রেজা, বিদায়ী সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি ও বিদায়ী কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক ও বিদায়ী কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, বিদায়ী যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, বিদায়ী ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, বিদায়ী গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, বিদায়ী সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক ও নবনির্বাচিত কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক ও মনজুরুল আলম মনজু।  

সভায় প্রেস ক্লাবের বিদায়ী ও নতুন নেতারা ভবিষ্যতে দ্বিবার্ষিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

>> বাংলানিউজের রাহমান ও সোহেল চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক 
>> চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল
>> দেশের উন্নয়নে পেশাজীবীদের কাজ করার আহ্বান ফজলে করিমের 
>> চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।