ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২১ দিনের বইমেলা শুরু ৮ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
চট্টগ্রামে ২১ দিনের বইমেলা শুরু ৮ ফেব্রুয়ারি ফাইল ছবি

চট্টগ্রাম: আগামী ৮ ফেব্রুয়ারি নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে চসিকের আয়োজনে ২১ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে।  

বুধবার (১১ জানুয়ারি) টাইগারপাসের চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় সভাপতিত্ব করেন চসিক শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি ও বইমেলা পরিষদের আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জু। আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. আতাউল্লাহ চৌধুরী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপসচিব ও বইমেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, মুক্তিযোদ্ধা-গবেষক ডা. মাহফুজুর রহমান, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নীপু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, দেওয়ান মাকসুদ আহমেদ, ড. আজাদ বুলবুল, ড. গাজী গোলাম মওলা, সাইফুদ্দিন আহমেদ সাকী, কবি-সাংবাদিক শুকলাল দাশ, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, আবদুল হালিম দোভাষ, কবি আইয়ুব সৈয়দ, শাহাবুদ্দিন মজুমদার, রাশেদ হাসান, আ.ফ.ম মোদাচ্ছের আলী, রাজীব রাহুল, দীপেন চৌধুরী, দীপক কুমার দত্ত, নুরুল আবছার, মিলি চৌধুরী, মর্জিনা আকতার, নিশাত হাসিনা শিরিন, বিশ্বজিৎ পাল, শাহাবুদ্দিন হাসান বাবু, দেবাশীষ রুদ্র, মিজানুর রহমান শামিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, প্রণব চৌধুরী, জয়নুদ্দিন আহম্মদ প্রমুখ।

ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, অমর একুশে বইমেলা উপলক্ষে ১৮ জানুয়ারি থেকে চসিকের ওয়েবসাইট থেকে প্রকাশকরা স্টল বরাদ্দের ফরম নিতে পারবেন।  

তিনি এবারের বইমেলায় বিদেশি কূটনৈতিক মিশন, বাংলা একাডেমি ও শিশু একাডেমিকে স্টল বরাদ্দের প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।  

সভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশুতোষ কর্নার, স্মার্ট বাংলাদেশ কর্নার, মিডিয়া কর্নার, লেখক আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ বইমেলার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।