ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় রামকৃষ্ণ আশ্রম পাঠাগার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আনোয়ারায় রামকৃষ্ণ আশ্রম পাঠাগার উদ্বোধন ...

চট্টগ্রাম: যুগাচার্য স্বামী বিবেকানন্দ’র ১৬১তম জন্মতিথি উৎসব উপলক্ষে স্বামী বিবেকানন্দ যুব পরিষদ এর আয়োজনে আনোয়ারা শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে রামকৃষ্ণ আশ্রম পাঠাগার উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ, সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) স্বামী বিবেকানন্দ যুব পরিষদের সভাপতি অ্যাডভোকেট জুয়েল দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর, মোস্তফা গ্রুপের নির্বাহী পরিচালক স্বপন দাশগুপ্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, আশ্রম পরিচালনা পর্ষদ এর সভাপতি প্রকৌশলী স্বপন কান্তি দাশ, আনোয়ারা উপজেলা প্রকৌশলী মিসেস তাসলিমা জাহান, ইউপি চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল, আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী, আশ্রম পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক বাবুল ঘোষ বাবুন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক দিবাকর দাশ মান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।