ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্ঘটনা এড়াতে মহাসড়কে অভিযান, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
দুর্ঘটনা এড়াতে মহাসড়কে অভিযান, জরিমানা 

চট্টগ্রাম: হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনা এড়াতে সর্তকতামূলক মাইকিং করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরে এক অভিযানে মহসড়কের উভয়পাশে ঝুঁকিপূর্ণভাবে ইট-বালিসহ নির্মাণসামগ্রী রাখার অভিযোগে ৪ ব্যক্তিকে ৪০ হাজার জরিমানা করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মহাসড়কের হাটহাজারী অংশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।  

গত ১২ জানুয়ারি হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে মহাসড়কের আশপাশ থেকে সকল নির্মাণসামগ্রী সরিয়ে নিতে মাইকিং করা হয়।

কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে হাটহাজারীতে মহাসড়কের দুইপাশ থেকে ঝুঁকিপূর্ণভাবে রাখা সকল নির্মাণসামগ্রী সরিয়ে নিতে মাইকিং করা হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনে আরও অভিযান পরিচালনা করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।