ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে শিবরাজ গিরির তিরোধান উৎসব শুরু মঙ্গলবার  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
বোয়ালখালীতে শিবরাজ গিরির তিরোধান উৎসব শুরু মঙ্গলবার  

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলায় শিবরাজ গিরি নাগাবাবার ৩০তম তিরোধান উৎসব মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।  

উপজেলার সারোয়াতলী শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির ও নাগা বাবার সমাধি পীঠে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চারদিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলধ্বজা উত্তোলন ও গুরু কীর্তনের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হবে।  

পরদিন বুধবার (২৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ, মাতৃপূজা, গুরু মহারাজের ভোগ নিবেদন, নাগা বাবার বিশেষ পূজা এবং দুপুরে ও রাতে অন্ন প্রসাদ আস্বাধন।

সন্ধ্যায় ধর্মসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের পর অধিবাস কীর্তন। একই দিন দুস্থদের মাঝে বস্ত্রও বিতরণ করা হবে।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন, গুরু পূজা, মাতৃপূজা এবং দুপুরে ও রাতে মহা প্রসাদ বিতরণ হবে।  
শুক্রবার (২৭ জানুয়ারি) ঊষালগ্নে নাম সংকীর্তনের পূর্ণাহুতির মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমআর/পিডি/টিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।