ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেনিনসুলায় সপ্তাহব্যাপী চাইনিজ নিউ ইয়ার ফুড ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
পেনিনসুলায় সপ্তাহব্যাপী চাইনিজ নিউ ইয়ার ফুড ফেস্টিভ্যাল ...

চট্টগ্রাম: চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং আয়োজন করেছে বছরের প্রথম এবং সবচেয়ে জমকালো ফুড ফেস্টিভ্যাল চাইনিজ নিউ ইয়ার।  

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাং এর চেয়ারম্যান মাহবুব-উর রহমান রুহেল।

এতে নগরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামে অবস্থানরত চীনা নাগরিকরা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।  

সপ্তাহব্যাপী চাইনিজ ফুড ফেস্টিভ্যালের আকর্ষণীয় ও বৈচিত্রময় খাবারের মধ্যে থাকবে রোস্টেড ডাক অ্যান্ড ল্যাম্ব থেকে শুরু করে ভেজিটেবল ডাম্পলিংস, ট্রপিক্যাল ফুট প্ল্যাটার, লাবা কনজি পর্যন্ত।

এছাড়া অথেনটিক চাইনিজ স্যুপের ক্লাসিক রেঞ্জ রাখা হয়েছে বুফে মেনুতে। ঐতিহ্যবাহী নানা পদের চাইনিজ খাবারসহ প্রায় ৮০ ধরনের মেনুতে সাজানো থাকবে চাইনিজ ফুড ফেস্টিভ্যালের বুফে ডিনার মেনু।

 ২২ থেকে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত পেনিনসুলার লেভেল-৫ এর লেগুনা রেস্টুরেন্টে চাইনিজ ফুড ফেস্টিভ্যাল চলবে।  

চাইনিজ নববর্ষ হলো ঐতিহ্যবাহী লুনিসোলার চীনা ক্যালেন্ডারে নতুন বছরের শুরুর একটি উৎসব। চীনের এই ঐতিহ্যবাহী উৎসবকে সামনে রেখে পেনিনসুলা চিটাগাং ঐতিহ্যবাহী চাইনিজ নিউ ইয়ার ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে যা ভোজনপ্রিয় মানুষদের খাবারের স্বাদে নতুন অভিজ্ঞতা যোগ করবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।