ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কায়েস হত্যায় জড়িত ৬ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
কায়েস হত্যায় জড়িত ৬ জন গ্রেফতার

চট্টগ্রাম: পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মোহাম্মদ কায়েস হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  

সোমবার (২৩ জানুয়ারি) বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক।

 

এর আগে গত শনিবার (২১ জানুয়ারি) সকালে কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকায় সড়কের পাশ থেকে মোহাম্মদ কায়েসের মরদেহ উদ্ধার করেছিল কর্ণফুলী থানা পুলিশ। কায়েসকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে ধারণা করেছিল পুলিশ।

তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  

স্পিনা রানী প্রামাণিক জানান, সিডিএ আবাসিক এলাকায় ক্লুলেস কায়েস হত্যা মামলার রহস্য উৎঘাটন করা হয়েছে। হত্যাকান্ডে সরাসরি জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় মনসুরাবাদ নগরের ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের কনফারেন্স রুমে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।