ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
পটিয়ায় রিকশাচালকের মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: পটিয়ার শ্রীমতি খাল এলাকা থেকে এক রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উদ্ধারকৃত মরদেহটি আলী আহমদ (৫৫) নামে এক ব্যক্তির।

তিনি ভাটিখাইন ইউনিয়নের মৃত মনির আহমদের ছেলে।

পটিয়া থানার এসআই মো. জহির আমিন জানান, আলী আহমদ ভাড়ায় রিকশা চালাতেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে গ্যারেজে রিকশা জমা দিয়ে তিনি আর বাসায় ফিরেননি। বুধবার সকালে শ্রীমতি খালের পাশে গলা কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়ে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।