চট্টগ্রাম: এন্টিমাইক্রোবিয়াল ফিল্টার ব্যবহারের মাধ্যমে অ্যাজমা বা হাঁপানী, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজসহ ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা করা যাবে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার সেন্টারে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) টি এম হান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের দ্বিতীয় রাজধানী বলা হয় বন্দরনগরী চট্টগ্রামকে। এই চট্টগ্রামে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এপিক হেলথ কেয়ার চট্টগ্রাম।
এসময় আরও জানানো হয়, এ বছরের মধ্যেই এপিক হেলথ কেয়ার চট্টগ্রামে প্রথম রেফারেল ল্যাব চালু করবে। যেখানে সকল ধরনের জটিল পরীক্ষা করা যাবে যা বর্তমানে ঢাকা অথবা বহির্বিশ্বে প্রেরণ করতে হচ্ছে। এ ল্যাবে থাকবে বেসরকারি স্বাস্থ্য সেক্টরে চট্টগ্রামের প্রথম বায়োসেফটি লেভেল ৩ ল্যাব। যা বিভিন্ন ধরনের সংক্রামক জীবাণু সনাক্তকরণে ভূমিকা পালন করবে।
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) টি এম হান্নান, এপিক হেলথ কেয়ারের পরিচালক (বিজনেস ডেভলপমেন্ট) জসীম উদ্দিন, পরিচালক (অপারেশন) ডা. সাইফুদ্দীন মো খালেদ, এজিএম (অপারেশন্স) ডা. মো. ইমতিয়াজ উদ্দিন, এজিএম (এডমিন অ্যান্ড এইচ আর) মো. আরেক হোসেন, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) সুমন রঞ্জন ভৌমিক, মো. আমিরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (এডমিন অ্যান্ড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট) বেনজির আহমেদ, ম্যানেজার (অপারেশন্স) ডা. হামিদ হোছাইন আজাদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট বিজনেস এন্ড ব্রান্ড ম্যানেজম্যান্ট) জহির রায়হান প্রমুখ।
নতুন বছরে পদার্পণ উপলক্ষে সকল টেস্ট ২৫ শতাংশ ছাড়সহ নানান কার্যক্রম ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআর/পিডি/টিসি