ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কিউর পয়েন্ট ডায়াগনস্টিকে নানা অনিয়ম, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
কিউর পয়েন্ট ডায়াগনস্টিকে নানা অনিয়ম, জরিমানা 

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার মইজ্জেরটেক এলাকায় অভিযান চালিয়ে কিউর পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মইজ্জেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

 

তিনি বলেন, ডায়াগনস্টিক সেন্টার কিউর পয়েন্টের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও চিকিৎসকের স্বাক্ষর করে রাখা হয়েছে। যাতে রিপোর্ট বানিয়ে ওই স্বাক্ষরিত প্যাডে রোগীদের রিপোর্ট দিয়ে দিতো।

তিনি আরও বলেন, ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনও প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারীও নেই। ল্যাব পরিচালনার কাগজপত্র খতিয়ে দেখা যায় সবগুলোই মেয়াদোত্তীর্ণ। এ সময় তাদের সর্তক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।