ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসহায়দের মাঝে যুবলীগের কম্বল বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
অসহায়দের মাঝে যুবলীগের কম্বল বিতরণ 

চট্টগ্রাম: অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।  

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে একটি মাদ্রাসার মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় মিজানুর রহমান বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে অসহায় মানুষের কাছে শীত উপহার হিসেবে কম্বল নিয়ে এসেছি। দেশের যেকোনও সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিশেষ করে করোনাকালীন সময়ে যুবলীগের কর্মকান্ড সাধারণ মানুষের কাছে বিশেষ প্রশংসা লাভ করে।

আল মাদ্রাসাতুল ইসলামিয়া ওয়াদুদিয়া বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আনিসুল হক সভাপতিত্বে মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুদ্দৌলা, উপজেলা কৃষক লীগের নেতা সামছুল আলম, সারিকাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা কাজী ফোরকান উদ্দিন, জেলা যুবলীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম সেন্টু,  আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া মন্জু, ইয়াহিয়া মিলন, কাজী আরিফুর রহমান মেহরাজ, আবদুল মন্নান মেম্বার, দিদারুল আলম, যুবলীগের সভাপতি আবদুর রহিম শিবলু ও ছাত্রলীগ নেতা হীরা কায়সার আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।