ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভেজাল প্রসাধনী ও অননুমোদিত ওষুধ বিক্রি, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ভেজাল প্রসাধনী ও অননুমোদিত ওষুধ বিক্রি, জরিমানা 

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় ভেজাল প্রসাধনী, অননুমোদিত ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় এ অভিযান  পরিচালনা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বাংলানিউজকে বলেন, একটি ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র‍্যান্ডেড ওষধু বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রি এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ইনজেকশন খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

এছাড়াও একটি প্রসাধনীর দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকা এবং একটি কুলিং কর্ণারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।