ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১০ দিন করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়ার পশ্চিম ঢেমশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫)।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২ জনকে ১০দিন করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।