ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্ট শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্ট শুরু ...

চট্টগ্রাম: ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ভাটিয়ারী গলফ মাঠে সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক বাহিনীর জিওসি এবং ভাটিয়ারী গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

 

এ সময় পতেঙ্গা বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল বদরুল আমিন, ক্লাবের সহ সভাপতি (এডমিন ও ফিন্যান্স) বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখারুল আলম, স্পনসর প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের নির্বাহী পরিচালক প্রশাসন মেজর (অব.) ফারুখ আহম্মদ খান এবং নির্বাহী পরিচালক ইএইচএস ও মেরিটাইম ল মেজর (অব.) মনির উদ্দিন হাসান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

টুর্নামেন্টে দেশের ও বিদেশি দুই শতাধিক নারী পুরুষ গল্ফররা অংশগ্রহণ করেন।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সাইফ পাওঢরটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।