ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনুমোদনহীন কয়েল বিক্রি, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
অনুমোদনহীন কয়েল বিক্রি, জরিমানা  ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় অনুমোদনহীন কয়েল বিক্রির দায়ে মো. তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দরবেশ হাট সড়কের শের আলী স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শাহজাহান বাংলানিউজকে বলেন, অপরাধ স্বীকার করায় অভিযোগ আমলে নিয়ে অনুমোদনবিহীন কয়েল বিক্রয় ও বাজারজাত করায় শের আলী স্টোরের মালিক মো. তাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান সহযোগিতা করেন।

জনস্বার্থে ও জনকল্যাণে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মাদ শাহজাহান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।