ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিক মেয়রের কাছে এইচএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
চসিক মেয়রের কাছে এইচএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর  ...

চট্টগ্রাম: ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরের টাইগারপাস চসিকের অস্থায়ী কার্যালয়ে বোর্ডের পক্ষে  ফলাফল হস্তান্তর করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের  উপ সচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক, উপ বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার।

 

এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম , সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফন্নাহার, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ।  

এইচএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, শিক্ষার অগ্রগতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক।

দ্রুত সময়ে ফলাফল প্রকাশের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।