ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইভান হত্যা মামলা: আরও এক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ইভান হত্যা মামলা: আরও এক আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের চেরাগী পাহাড়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান (১৮) হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি শ্রাবণ দে (২০) নামে আরও  একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রাবণ পটিয়ার করনখাইন সাধুর বাড়ির মৃত অজিত দে এর ছেলে।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, আসকার বিন তারেক হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত আসামি শ্রাবণ দে-কে পটিয়া থানা এলাকা থেকে বুধবার রাতে সোয়া দশটার দিকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো  হবে।  

গত ২২ এপ্রিল রাতে দুইপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান। পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই শোভন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ২৭ এপ্রিল প্রিয়ম বিশ্বাস নামে আরও একজনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।  

নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।