চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহজাদা আল হাবীবের প্রথম কাব্যগ্রন্থ ‘অশ্রুচুক্তি’।
উপকথা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থটি।
বইটির বিষয়ে চবির বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ বলেন, অশ্রুচুক্তি কাব্যগ্রন্থটি প্রেম এবং আত্মোচ্চারণের স্বতঃস্ফূর্ত এবং প্রত্যয়ী প্রকাশ।
কাব্যগ্রন্থ সম্পর্কে শাহজাদা আল হাবীব বলেন, প্রাত্যহিক জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে কবিতায় রূপ দিতে পেরে আমি আনন্দিত। যতদিন ভেতর থেকে তাড়না পাবো, ততদিন কবিতা লিখে যাবো। কবিতা লেখার হাতেখড়ি দশম শ্রেণিতে পড়াকালে। অশ্রুচুক্তি কাব্যগ্রন্থটিতে ঠাঁই পেয়েছে ৫৪টি কবিতা এবং কিছু ম্যাক্সিম ও শের। অশ্রুচুক্তিতে ভিন্ন স্বাদের কবিতার দেখা পাবেন কবিতাপ্রেমীরা। পাঠকমহলে গ্রন্থটি সমাদৃত হবে আশা করি।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমএ/টিসি