চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনরত চারুকলার শিক্ষার্থীদের মারধর ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ তদন্ত কমিটিকে প্রতিবেদনের জমা দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুণ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল।
গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্স ও বাংলার মুখের নেতাকর্মীরা। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তার ও আরটিভির ফটো সাংবাদিক এমরাউল কায়েস মিঠু। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দেয় চবি সাংবাদিক সমিতি।
সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, চারুকলার শিক্ষার্থীদের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তার ঘটনায় চবি উপাচার্যের নির্বাহী আদেশে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কোনও সময়সীমা দেওয়া হয়নি, যাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে কমিটি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমএ/টিসি