ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
সিআরবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চট্টগ্রাম: প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও নগরের ফুসফুস খ্যাত সিআরবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে ‘নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম’।  

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের চেরাগি পাহাড়ের দৈনিক আজাদী ভবনে নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক এতে সভাপতিত্ব করেন।  

পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সভায় বিগত বছরের কার্যবিবরণী পাঠ, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন পরিষদের অর্থ সম্পাদক অঞ্জন চৌধুরী।

সভায় সর্বসম্মতিক্রমে বাজেট অনুমোদন করা হয়। সামনের নববর্ষও সাড়ম্বরে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে সভায়।

সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক ডা. চন্দন দাশ, কামরুল হাসান বাদল, শেখ শওকত ইকবাল, কল্পনা লালা, অধ্যাপিকা শীলা দাশগুপ্তা, স্বপন মজুমদার, সজল চৌধুরী, হাসান মারুফ রুমী, ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম ও মোরশেদুল আলম।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।