ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে ...

চট্টগ্রাম: বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসহাব উদ্দীনের ছেলে মো.নেজাম উদ্দীনের বিরুদ্ধে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

 

কিশোরীর মা ও বাবা বাংলানিউজকে বলেন, পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নেয় তাদের মেয়ে। সেখানে ৬ বছর ধরে কাজ করে আসছে।

গত রমজানে কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে মো.নেজাম উদ্দীন। রমজান মাস হওয়ায় কাউকে বিষয়টি জানানো হয়নি। কিন্তু আবারও ধর্ষণ করা হলে কিশোরী তার বাড়িতে চলে আসে। এরপর চেয়ারম্যান আসহাব উদ্দীন ও তার ছেলে গিয়ে তাকে নিয়ে আসে। অসুস্থ মেয়েকে ওসিসিতে ভর্তি করা রয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাঁশখালী থানায় মামলা করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, বাঁশখালীর এক চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এনে ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই কিশোরীকে ভর্তি করা হয়।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন বাংলানিউজকে বলেন, ‘ধর্ষণের বিষয়টি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। গরু কেনার টাকা না দেওয়ায় তারা এ ঘটনা সাজিয়েছে’।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।