ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৬ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার সাবেক আ.লীগ নেতা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
১৬ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার সাবেক আ.লীগ নেতা 

চট্টগ্রাম: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কর্ণফুলী এলাকা থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাফেজ উল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলীর পাকা রাস্তার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মো. হাফেজ উল্লাহ (৬৩), টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসছিল মো. হাফেজ উল্লাহ।

বাসে তল্লাশী চালানোর সময় কৌশলে পালানোর চেষ্টা করে সে। পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে বাসের মালামাল রাখার বক্স ভেতরে তার ট্রলি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেয় সে। এতে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা ছিল। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।