ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন অতীতের কেচ্ছাকাহিনির মতো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন অতীতের কেচ্ছাকাহিনির মতো

চট্টগ্রাম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন অতীতের কেচ্ছাকাহিনির মতো। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।

 

এ সময় সরকারের বিভিন্ন সহায়তার উপকারভোগী সাধারণ মানুষের এ মিলন মেলায় দেশের উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধি অব্যাহত রাখতে সকলকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তথ্যমন্ত্রী ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আওতায় সরকারের বিভিন্ন সহায়তার উপকারভেগীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলার ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সরকার কয়েক হাজার মানুষকে নানা ধরণের ভাতা সুবিধা দিয়ে আসছে। এই সুবিধা দিচ্ছে জনগণ ও নৌকা মার্কার সরকার প্রধান শেখ হাসিনা। এর আগে খালেদা জিয়া, এরশাদ ও তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেসময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও ফ্যামিলি কার্ড, করোনার সময় মোবাইলে টাকা প্রদান এসব ছিল না।

তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া ক্ষমতায় এসে এসব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি শেখ হাসিনা এখন যে ভাতা দিচ্ছে পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দিবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আপনারা যে টাকা জমা দেন সরকার তার দেড় থেকে দ্বিগুণ টাকা লাভ দিচ্ছে। শেখ হাসিনা সরকারের এসব কার্যক্রম অতীতের কেচ্ছাকাহিনির মতো মনে হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার, স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের, মিজানুর রহমান, রফিকুল ইসলাম রফু, মো. রাশেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।