ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঘ ও হরিণের নতুন খাঁচা উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বাঘ ও হরিণের নতুন খাঁচা উদ্বোধন 

চট্টগ্রাম: চিড়িয়াখানায় বাঘ ও হরিণের প্রজনন বেড়ে যাওয়ায় নতুন খাঁচা উদ্বোধন করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (১ মার্চ) দুপুরের দিকে নতুন বাঘ ও হরিণের খাঁচা উদ্বোধন করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সহ সভাপতি ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ।  

চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে এখন ১৬টি।

বিভিন্ন জাতের হরিণের সংখ্যা প্রায় ৬০টি। এছাড়াও রোজার আগেই চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হচ্ছে আরও বেশকিছু নতুন অতিথি। যার মধ্যে সিংহ ও জলহস্তী অন্যতম।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।