ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে জমিতে পড়ে ছিল যুবকের মরদেহ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
বোয়ালখালীতে জমিতে পড়ে ছিল যুবকের মরদেহ   ছবি প্রতীকী

চট্টগ্রাম: বোয়ালখালীতে একটি পতিত জমি থেকে মনির আলম (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে বোয়ালখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের ছমত আলী বলির বাড়ির পশ্চিম পাশের একটি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মনির পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির এসএম শাহ্ আলমের ছেলে। সে একটি পোশাক কারখানায় চাকরি করতো।

 

বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, একটি জমিতে পড়ে ছিল মনির নামে এক যুবক। সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। মনিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০5 ঘণ্টা, মার্চ ২, ২০২৩
এমআর/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।