ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা

চট্টগ্রাম: বীর চট্টলার ঐতিহ্য সাম্পান। শত শত সাম্পান একসঙ্গে কর্ণফুলীর বুক চিরে এগিয়ে চললো।

দাবি একটাই কর্ণফুলী রক্ষা। ব্যতিক্রমী এ শোভাযাত্রা দেখে লাইটার জাহাজ থেকে শুরু করে দুই পাড়ের হাজারো মানুষ হাত নেড়ে শুভ কামনা জানাল মাঝিদের।
একাত্মতা প্রকাশ করলো তাদের দাবির প্রতি।  

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার দিন বৃহস্পতিবার (২ মার্চ) ছিল সাম্পান শোভাযাত্রা। ইছানগর সদরঘাট, চরপাথরঘাটা অভয়মিত্রঘাট, সদরঘাট ও ব্রিজঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির তিন শতাধিক সাম্পান এ শোভাযাত্রায় অংশ নিয়েছে। শুক্রবার বিকেল তিনটায় অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ এলাকায় সাম্পান খেলা অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যায় চরপাথরঘাটা সিডিএ মাঠে বসবে চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা।  

সাম্পান শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। তিনি বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এ রায় বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলেই পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

নদী রক্ষায় যারা নদী নিয়মিত ব্যবহার করছেন তাদের দায়িত্ব আছে, যারা নদীর পারে বসবাস করেন তাদেরও দায়িত্ব আছে। তারা সঠিক কাজটি করলেই নদী রক্ষা হয়। কিন্তু আরো এক শ্রেণির লোক আছে যারা নিয়মিত নদী দখল করছে, যারা নদীর ভালো মন্দ বুঝতে চান না। নিজের ব্যক্তিগত লাভ করতে গিয়ে নিজের ক্ষতি করছে এবং নদী ধ্বংস করছে। আপাতদৃষ্টিতে নিজেদের লাভবান মনে হলেও তারা বর্তমান অবস্থা ও আগামী প্রজন্মের ব্যাপক ক্ষতি করে চলেছে। আমাদের আগামী প্রজন্মকে ভালোবেসেই আগামী পৃথিবীকে বাসযোগ্য করতে হবে।  

সাম্পান শোভাযাত্রার উদ্বোধকের বক্তব্যে ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আজি আলী বলেন, ছোট বেলা থেকে এই নদীর তীরে বড় হয়েছি। আমাদের সামনেই কর্ণফুলীর স্বচ্ছ জল দিন দিন ঘোলা হয়েছে। এখন দখল ও দূষণে বিপর্যস্ত। এই অবস্থা চলতে থাকলে একদিন এই নদীর গতিধারা বন্ধ হবে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমানের সঞ্চালনায় কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পেয়ার আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ফরিদ। বিশেষ বক্তা ছিলেন উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান শাহেদুর রহমান শাহেদ। বিশেষ অতিথি ছিলেন উদযাপন পরিষদের উপদেষ্টা কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, লায়ন এমএন সাফা, সাংস্কৃতিক সংগঠক জাহেদুর রহমান সোহেল, সংস্কৃতি কর্মী দিলরুবা খানম, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সহ সাধারণ সম্পাদক লোকমান দয়াল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।