ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাথায় কাচ পড়ে আহত নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
মাথায় কাচ পড়ে আহত নাছির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বোয়ালখালী আসনের (চট্টগ্রাম-৮)  প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদের শোকসভা শেষে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় প্রচণ্ড ভীড়ে দরজার কাচ ভেঙে আহত হয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৪ মার্চ) বিকালে নগরের কাজীর দেউড়ি এলাকার আইসিসি কনভেনশন হলের গেইটে এ ঘটনা ঘটে।

এতে আ জ ম নাছির মাথায় আঘাত পান। পরে তাকে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

নগর আওয়ামী লীগের একাধিক নেতা বাংলানিউজকে বলেন, নাছির ভাই সামনে থেকে কাদের ভাইকে নিয়ে বের হচ্ছিলেন। এসময় প্রচণ্ড ভীড়ের চাপে হুড়োহুড়িতে দরজার কাচ ভেঙে যায়। এতে আহত হন নাছির ভাই।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।