ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
সীতাকুণ্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

 

এর আগে শনিবার (৪ মার্চ) বিকেলে বিস্ফোরণের পর ৫ জনের মৃত্যুর খবর জানায় পুলিশ। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৮ জন।

 

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে করে উদ্ধার অভিযান শুরু করে। এ উদ্ধার কাজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীও। প্রায় ৪ ঘণ্টা চলে প্রথমদিনের মতো এ উদ্ধার অভিযান।

এদিকে দুর্ঘটনায় নিহতদের দাফন ও আহতদের চিকিৎসার জন্য তৎক্ষণাৎ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

>>সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৫

>>সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যে তদন্ত কমিটি

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩ 
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।