ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোছলেম উদ্দিন আহমদের শোকপ্রস্তাব পরিবারের কাছে হস্তান্তর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
মোছলেম উদ্দিন আহমদের শোকপ্রস্তাব পরিবারের কাছে হস্তান্তর  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের সদ্যপ্রয়াত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছলেম উদ্দিন আহমদের শোকপ্রস্তাব মরহুমের পরিবারের কাছে হস্তান্তর করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।  

মঙলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টায় শোকসন্তপ্ত পরিবারের পক্ষে শোক প্রস্তাব গ্রহণ করেন তাঁর সহধর্মিণী শিরিন আহমদ।

 

মোছলেম উদ্দিন আহমদ দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের ২৩তম কার্যদিবসে স্পিকার কর্তৃক উত্থাপিত শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মোছলেম উদ্দিন আহমদ এমপি ১ জুলাই ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর পিতার নাম মোশারফ উদ্দিন আহমদ ও মাতার নাম রওশন আরা বেগম।

মোছলেম উদ্দিন আহমদ একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০ জানুয়ারি ২০২০ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একাদশ জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।