ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
হালদা থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৩ মার্চ) ভোররাত ৪টা থেকে অভিযান শুরু হয়ে সকাল ৭টায় শেষ হয়।

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা নদীর পয়েন্ট থেকে এ বালু উত্তোলন করা হয়।

জানা গেছে, ব্যবসায়ী মো. মানিক ও মো. হাসান মিয়াকে অবৈধভাবে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ১ লাখ  টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওই পয়েন্ট থেকে জব্দকৃত ৮ ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।