ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের পাঁচ কৃতি সন্তান পেলেন মেয়র পদক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
চট্টগ্রামের পাঁচ কৃতি সন্তান পেলেন মেয়র পদক ...

চট্টগ্রাম: পাঁচ শ্রেণিতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের পাঁচ কৃতি সন্তানকে 'মেয়র পদক' দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

সোমবার (১৩ মার্চ) নগরের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেন।

পাঁচ মেয়র পদক বিজয়ীরা হলেন, যুব আদর্শে ডা. বিদ্যুৎ বড়ুয়া, নগর নেতৃত্বে কাউন্সিলর মো. মোবারক আলী, নগর স্বেচ্ছাসেবক হিসেবে মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক হারুন, নারী নেতৃত্বে ডা. বাসনা রানী মুহুরী, বিশেষ ক্যাটাগরিতে গাউসিয়া কমিটি।

গাউসিয়া কমিটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার।  

এ সময় বিজয়ীদের পদক, সম্মাননা স্মারক ও উত্তরীয় পড়িয়ে দেন মেয়র।

বিজয়ীরা অনুষ্ঠানে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা আর অনুভূতি।  

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যে জাতি সফল মানুষদের মূল্যায়ন করেনা, সে জাতিতে সফল মানুষের জন্ম হয়না। এই চেতনাকে ধারণ করে চট্টগ্রামের কৃতি এই মানুষদের পদক ও সম্মাননা দিতে পেরে আমি গর্বিত।

সবার সহযোগিতা ছাড়া চট্টগ্রাম শহরকে ঢেলে সাজানো সম্ভব নয়। চট্টগ্রামের নানামুখী সমস্যা আর চ্যালেঞ্জ মোকাবিলায় আমি সবার সহযোগিতা চাচ্ছি।

জনগণের বিনোদনের ঘাটতি মেটাতে কাজ করছেন জানিয়ে মেয়র বলেন, বিনোদনের পর্যাপ্ত ক্ষেত্র না থাকায় শিশু-কিশোররা মাদক ও মোবাইল আসক্তিতে ঝুঁকে পড়ছে। এ সংকট সমাধানে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশু পার্ক গড়তে কাজ করছি। যেসব ওয়ার্ডে খালি জায়গা নেই, সেখানেও প্রয়োজনে জায়গা কিনে আমাদের শিশুদের ভবিষ্যতে রক্ষার্থে সুস্থ বিনোদনের ক্ষেত্র গড়ে তুলবো।  

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির যুদ্ধ শেষ হয়নি। এ যুদ্ধে জয়ী হতে আমাদের দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায়  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের অনেকগুলো সমস্যার সমাধানে সিটি করপোরেশন আর জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে৷ পাহাড় নিধন বন্ধে, মশা নিধনে, ট্রাফিক সিগনালিং এর উন্নয়নসহ বেশ কিছু সমস্যার সমাধানে আমরা সমন্বিতভাবে কাজ করছি।

চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, এ পদক চট্টগ্রামবাসীকে ভাল কাজে উদ্বুদ্ধ করবে। এ সম্মাননার ধারা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আমি প্রত্যাশা করি।  

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ পদকপ্রাপ্ত সব কৃতি মানুষদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আপনাদের আদর্শ ও অর্জন হবে আমাদের ভবিষ্যতের পথচলার প্রেরণা।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপসার পরিচালক নাছিম বানু, বিশেষ অতিথির বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের পরিচালক (হিউম্যানিটেরিয়ান)  মোস্তাক হোসাইন।

অনুষ্ঠানে চসিকের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।