ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পপতির কোমরে দড়ি, ফেসবুকে ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
শিল্পপতির কোমরে দড়ি, ফেসবুকে ভাইরাল পারভেজ উদ্দীন

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক শিল্পপতি পারভেজ উদ্দীনকে গ্রেফতার করে আদালতে হাজির করার সময় হাতকড়া ও কোমরে দড়ি বাঁধার ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যকে শোকজ করা হয়েছে।  

বুধবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করার সময় হাতে হাতকড়া ও কোমরে দড়ি বাঁধা হয় শিল্পপতি পারভেজ উদ্দীনের।

 

আদালতে নেওয়ার সময় পারভেজ উদ্দীনের এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে।

এরপর শিল্পপতি পারভেজ উদ্দীনকে আদালতে হাজির করার দায়িত্বে থাকা চট্টগ্রাম শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) অরুণ কান্তি বিশ্বাস শোকজ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সুলাইমান বাংলানিউজকে বলেন, সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনের কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করার সময় দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) অরুণ কান্তি বিশ্বাসকে শোকজ করা হয়েছে।  

অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল দায়িত্বে ছিলেন অরুণ কান্তি, সে হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবদুর রশীদ বাংলানিউজকে বলেন, ব্যবসায়ী পারভেজ উদ্দীনকে হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করাটা অন্যায় ও বেআইনি আচরণ করেছেন। নিরাপত্তার জন্য যা করার সেটা করবে কিন্তু একজন ব্যবসায়ীকে হাতে হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে দেওয়া কাজটা ঠিক হয়নি। যারা এই কাজ করেছেন তারা ঠিক করেনি।  


মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট এএম জিয়া হাবীব আহসান বাংলানিউজকে বলেন, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অপরাধী হিসেবে আচরণ না করা, অ্যাডভোকেট নিয়োগের সুযোগ দেওয়া প্রভৃতি আটক বন্দীদের মানবাধিকার। যেকোনো বন্দীর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন, অপমানজনক আচরণ মানবাধিকার এর চরম লংঘন। বন্দী নাগরিকদের প্রতি সদাচরণ প্রদর্শন করতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালত পারভেজ উদ্দীনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীনকে গ্রেফতার করে শিল্প পুলিশ চট্টগ্রাম ইউনিট।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনকে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ মার্চ সীতাকুণ্ড থানায় সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। গত ৪ মার্চ বিকালে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐদিন ৬ জন নিহত হয়৷ বিস্ফোরণের ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছে। বিস্ফোরণে নিহতরা হলেন- শামছুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লকরেট (৪৫), আবদুল কাদের (৫৮), মো. সালাহ উদ্দিন (৩০), সেলিম রিচিল (৪০) ও প্রবেশ লাল শর্মা (৫৫)। আহত হন অন্তত ২৫ জন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।