ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জন গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।  

বুধবার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন-মো.জসীম উদ্দীন (২৮), মো.হুমায়ুন (৩৬), মো.আবুল কালাম (৩২), মোহাম্মদ নাসির (৩২), মো. বাদশা (২৮), মো.জামাল (৪৮), মো.কামাল হোসেন (৩০), মো.শওকত আলী (২৯), মোহাম্মদ জাহিদ (২৪), মো.বাদশা (৪৪), মো.নবীর উদ্দিন (৪৩), মো.ইসমাইল (৪৮), মো.বখতিয়ার (৪৫) ও মো.ফজলুর রহমান (৫০)।  

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মৌলভী পুকুরপাড় সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজে অভিযান চালানো হয়।

এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাসের বান্ডিল এবং নগদ ১৩ হাজার ৮০ টাকাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।