ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই

চট্টগ্রাম: রোটারি ক্লাব চিটাগাং ইস্ট এর প্রেসিডেন্ট নাছিমা আকতার রুমি বলেছেন, সাহসিকতার প্রধানতম লক্ষণ হলো প্রতিজ্ঞায় অটুট থাকা। প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই।

এটি বারে বারে পরিক্ষিত এবং প্রতিষ্ঠিত সত্য। এজন্য সাহসিকতার অন্য নাম ধৈর্য।
কোন কিছু অর্জনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করলে অবশ্যই ইতিবাচক কিছু অর্জন হবে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় রোটারিয়ান নীলুফার আজাদের বাসভবনে আয়োজিত রোটারি সদস্যদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়কালে তিনি এ কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, ভবিষ্যৎ তারাই নির্মাণ করতে পারেন যারা ঝুঁকি গ্রহণ করতে পারেন। যারা জীবনে ঝুঁকি পরিহার করেন তাদের জীবনে কোন মহত্ত্ব নেই।  

এসময় অন্যদের মধ্যে চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি হাসিনা আক্তার লিপি, আজিজুর রহমান খান, কর্নেল (অব.) জয়নুর রশীদ, কামরুল ইসলাম, মো. শহিদুল্লাহ, রাকিবুল ইসলাম, নীলুফার আজাদ এবং রোটারী ক্লাব চিটাগং ইস্টের নতুন সদস্য রোটারিয়ান শ্যামল মজুমদার, লেখক-সাংবাদিক শওকত বাঙালি, মিজানুর রহমান প্রমুখ।  

উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে গত ১০ ও ১১ মার্চ দু’দিনব্যাপী প্রেসিডেন্ট ইলেক্ট্র ট্রেনিং সেমিনার (পেটস) কক্সবাজার অনুষ্ঠিত হয়। এতে ১৩৭ জন প্রেসিডেন্ট ইলেক্ট্র অংশগ্রহণ করেন। এর মধ্যে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের ইলেক্ট্র প্রেসিডেন্ট নাছিমা আকতার রুমি।  
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।