ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিসিকে ঘুষ দেওয়ার চেষ্টা, ৭ দিনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
ডিসিকে ঘুষ দেওয়ার চেষ্টা, ৭ দিনের কারাদণ্ড ছবি প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ছেলেকে ভর্তি করানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে (ডিসি) ৩০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা মামলায়  সামশুল হক নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (১৯ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদ আদালত এ রায় দেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ২০১৮ সালে সামশুল হক নিজের ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করার জন্য তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে ৩০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন।

 এ ঘটনায় মামলা হলে সামশুল হককে গ্রেফতার করা হয়েছিল।  

চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা বাংলানিউজকে বলেন, সামশুল হক নিজের ছেলেকে ভর্তি করার জন্য তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসককে ৩০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করার বিষয়টি আদালতে স্বীকার করেছেন। আদালত ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তিনি আগে ৭ দিন কারাভোগ করার কারণে আদালত থেকে মুক্তি পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।