ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্দরকিল্লা ওয়ার্ড আ.লীগের সভাপতি ইকবাল, সম্পাদক আশীষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
আন্দরকিল্লা ওয়ার্ড আ.লীগের সভাপতি ইকবাল, সম্পাদক আশীষ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন আশীষ ভট্টাচার্য্।

সোমবার (২০ মার্চ) দুপুরে নগরের এমইএস স্কুল মাঠে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সকালে উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জানান, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এমইএস বিদ্যালয়ের তৃতীয় তলায় আজিজ হলে অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।