ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির গ্রেফতার  চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমির তৌহিদুল হক চৌধুরী

চট্টগ্রাম: জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমির তৌহিদুল হক চৌধুরীকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড পুলিশ।

বুধবার (২২ মার্চ ) দিবাগত রাতে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তৌহিদুল হক চৌধুরী, একই থানার সীতাকুণ্ড পৌর সভার নামার বাজার এলাকার বাসিন্দা।  

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ২০১৩-১৪ সালে জেলা আমির তৌহিদুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যাপক নাশকতা হয়েছে।

দীর্ঘদিন ধরে তৌহিদুল হক চৌধুরী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় জেলা আমির তৌহিদুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৩৪টি মামলার মধ্যে ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।